অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:২৭

remove_red_eye

৮১১

বাংলার কন্ঠ প্রতিবেদক : কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলায় তারুন্যের কন্ঠস্বর-প্লাটফর্ম এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭সেপ্টেম্বর)ভোলা প্রেস ক্লাব এর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে তারুন্যের কন্ঠস্বর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন এর সভাপত্বিতে সভায় বিভিন্ন কিশোর-কিশোরী,যুবরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তরা বলেন,যৌন ও প্রজনন সেবা পাওয়া কিশোর-কিশোরী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার । তাই সরকার ভোলার ৩৩ টি সেবা কেন্দ্রে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা দেয়ার জন্য কৈশোর বান্ধন কর্নার চালু করেছে। যেখানে ১০ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের সেবা প্রদান করার কথা রয়েছে। কিন্তুু এই সব সেন্টারে নানা ধরনের সমস্যা থাকার কারনে কিশোর-কিশোরীরা সঠিক মতো সেবা পায় না। এমনকি ঔষুধও পায়না। তাই সেবা কেন্দ্র গুলোকে আরো সক্রিয় করার জন্য আমাদের কাজ করতে হবে। নিয়মিত সেন্টার পরির্দশ করে এখানকার সমস্যা গুলো সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরতে হবে। এখানে সেবা গ্রহীতা বৃদ্ধি করতে স্কুল,মাদ্রাসা ক্যাম্পেইন করার কথা জানান। এসময় উপস্থিত ছিলেন তারুন্যের কন্ঠস্বর-প্লাটফর্ম এর সদস্য সাদ্দাম হোসেন প্রিন্স,আব্দুল্লাহ নোমান,জান্নাতুল আইরিন,নূপর,বর্ষা,রাব্বি,বর্ষা ইমতিয়াজুর রহমান, গোপাল সহ আরো অনেকে।