অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সর্তক থাকতে হবে : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২১ রাত ০৯:২১

remove_red_eye

৩৭৮



লালমোহন প্রতিনিধি :ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্তক থাকতে হবে। মেনে চলতে হবে সরকার ঘোষিত সব ধরনের নির্দেশা। তাহলেই করোনার ভয়াবহতা থেকে আমরা রক্ষা পাবো।  তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনার ফলে আমরা দেশে মহামারি করোনার প্রকোপ সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এ মহামারিতে মৃতের হার অনেক কম। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই করোনা মোকাবিলা সঠিক সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে রেখেছিলেন। তিনি  বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, আমরা সরকার কর্তৃক নির্দেশিত, মাক্স পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সকল নিয়ম মেনে চললে করোনার প্রকোপ থেকে রক্ষা পাবো- ইনশাআল্লাহ। তাই সকলকে সরকার ঘোষিত সকল নিয়ম মেনে চলার আহবান জানান তিনি।

রবিবার সকালে লালমোহন থানা পুলিশ আয়োজিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা র‌্যালী শেষে চৌরাস্তার মোড়ে এক সভায় তিনি এসব কথা বলেন। পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমূখ।