অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এমপি শাওনের উদ্যোগে ২ শতাধিক মসজিদে দোয়া ও মিলাদ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৪৪৮

লালমোহন প্রতিনিধি \ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলÍেগ ভোলা-৩ আসনের এমপি নূর¤œন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে ২ শতাধিক মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুই উপজেলা লালমোহন ও তজুমদ্দিনের সকল জুমা মসজিদে একযোগে দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করা হয়। এমপি শাওন লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে মারকাজুল উলুম আলহাজ¦ নূরুল ইসলাম কওমী মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় তিনি বলেন, ছোট্ট খোকা থেকে সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আজ তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে জাগরণ হয়ে আছেন। যারা একাত্তরে হত্যা, ধর্ষণ করেছে তাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আইনানুযায়ী বিচার করেছেন। তাদের জন্য আজ মায়া কান্না করছেন কেউ কেউ। এদের কাছে অসাম্প্রদায়ীক বাংলাদেশ আজ ভালো লাগে না। তিনি বলেন, সিরাজদ্দৌলার সাথে বিশ^াসঘাতকতা করে মীরজাফর বাংলার সূর্য অস্তমিত করেছিল। তেমনি বঙ্গবন্ধুর সাথে বিশ^াস ঘাতকতা করে মো¯ত্মাক স্বাধীন বাংলাদেশের সূর্য অস্তমিত করতে চেয়েছিল। মোস্তাক গংদের সাথে পেছন থেকে মদদ দিয়েছিলেন জেনারেল জিয়া। তাই জিয়ার খেতাব বাতিলের দাবীতে দেশবাসী আজ ঐক্যবদ্ধ।