অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১২:২১

remove_red_eye

৭৫৪

বোরহানউদ্দিন প্রতিনিধি \ ভোলার বোরহানউদ্দিনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল ৮ টায় যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, মাদ্রাসা প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ও ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট নিজস্ব ক্যাম্পাসে আলাদাভাবে জন্মশতবার্ষিকী উদ্যাপন করে।