অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মোবাইল শো-রুমে চুরি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৪১

remove_red_eye

৮২৫

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহওে আবারও চুরির ঘটনা ঘটেছে। ভোলার শহর উপকণ্ঠে ‘কেপ টাউন’ মার্কেটে আকতার মোবাইল শো-রুমে দূর্ধষ চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবী ওই প্রতিষ্ঠানে মালিকের।
শুক্রবার সকালে এ চুরি ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিক মোঃ আকতার জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। শুক্রবার সকালে দোকান এসে দেখেন সাটারের তালা খোলা রয়েছে। ভিতরে ঢুকে দেখেন দোকানের মালামাল এলোমেলো রয়েছে। সুক্যাসের তালা ভেঙ্গে বিভিন্ন ব্যান্ডের ৫০/৫৫ টি এন্ড্রয়েড ফোন চুরি হয়ে গেছে। পরে পুলিশের খবর দেন বলে তিনি জানান।
ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত চলছে।