অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৫৬৯

আহমেদ শফী, দৌলতখান || ভোলায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দূর্ঘটনায় প্রান হারিয়ে মোঃ মোশারেফ হোসেন কান্টু মাস্টার (৫৫) নামে এক ব্যক্তি। তিনি দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও দৌলতখান উপজেলার দক্ষিণ জয় নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। শনিবার সকালের দিকে দৌলতখান উপজেলার বক্সখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দিকে বাড়ির জন্য বাজার করার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন কান্টু মাস্টার। বক্সখালী ব্রীজ এলাকায় একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেল একটি গাছের সাথে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ওসি বজলুর রহমান ঘটার সত্যতা নিশ্চিত করেন।