অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শম্ভুপুর ইউপির চেয়ারম্যান পদে নির্বাচনী আলোচনায় অধ্যক্ষ মুঈনুদ্দিন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২১ রাত ১১:৫২

remove_red_eye

১০৪২

তজুমদ্দিন সংবাদদাতা \ আগামী এপ্রিলে ১ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে ভোটারদের মাঝে চলছে জল্পনা কল্পনা। ইতিমধ্যে সমাজসেবক ও সৎ সাহসী তরুণ শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মুঈনুদ্দিন হাওলাদার চেয়ারম্যান প্রার্থী হয়ে ব্যাপক ভাবে সাড়া জাগিয়েছেন ইউনিয়নের ভোটারদের মাঝে। শম্ভুপুরে জনকল্যাণের পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক ভাবে অবদান রেখেছেন। বর্তমানে তিনি শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ অধ্যক্ষ, উপজেলা আওয়ামীলীগ সদস্য ,ফারজানা চৌধুরী বালিকা বিদ্যালয়ের সভাপতি ,শম্ভুপুর মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সোনালি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন ।শম্ভুপুর ইউনিয়নের সম্রান্ত হাওলাদার পরিবারের সন্তান অধ্যক্ষ মুঈনুদ্দিনের পিতা মরহুম শাহে আলম হাওলাদার একজন গুনি শিক্ষক ছিলেন, যার নামে মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বড় ভাই মোঃ মমিনউদ্দিন হাওলাদার বর্তমানে ঢাকা জেলায় এডিসি জেনারেল হিসেবে কর্মরত আছেন।পারিবারিক অবস্থান ও সামাজিক কর্মকাÐে সুনামের জন্য সৎ ও সাহসী তরুন এই সাংগঠনিক ব্যক্তি কে শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে পেতে চায় জনগন। ইতোমধ্যে এলাকায় গন সংযোগে নেমে নেতা কর্মীদের মাঝে বেশ সাড়া জাগিয়েছেন অধ্যক্ষ মুঈনুদ্দিন হাওলাদার।অধ্যক্ষ মুঈনুদ্দিন হাওলাদার বলেন,শম্ভুপুরের জনগণ আগামী নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করেন।  আমি এই ইউনিয়নের সাধারণ মানুষের সুখদুঃখে পাশে থাকার পাশাপাশি ভোলা-৩ আসনের সংসদ সদস্য  নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনায় আমি কাজ করে যাবো ইনশআল্লাহ।