অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে জমির দখল নিতে হামলা,আহত-৫


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২১ রাত ১১:৩৪

remove_red_eye

৪৫০

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে ২০ বছরের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলে নিতে হামলা করে ৫ জনকে আহত করা হয়েছে। রোববার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, মো. সিরাজ (৪৫), আমেনা বিবি (৩২), জাহানারা বিবি (৩০), শাকিল (১৭) ও রাকিব (১৩)। এদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, রোববার বিকালের দিকে নিজের জমিতে গাছের চারা লাগাচ্ছেন সিরাজ। এসময় একই এলাকার কালাম, সাদ্দাম, বিল্লাল, ছকিনা ও খালেদা মিলে তার ওপর হামলা চালায়। সিরাজকে উদ্ধার করতে গেলে আমেনা বিবি, জাহানারা বিবি, শাকিল ও রাকিবের ওপরও হামলা চালায় কালাম বাহিনী। এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দেয়া হয়েছে।