অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২১ রাত ১১:২৮

remove_red_eye

৬৫১

ভোলা প্রতিনিধি \ ভোলার বোরহানউদ্দিনে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিারোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে বোরহানউদ্দিন পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মো. সালাউদ্দিন পঞ্চায়েতের আয়োজনে ৪ নাম্বার ওয়ার্ডের বালুর মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. শাহে আলম মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। বক্তৃতায় তিনি বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক বিক্রেতা ও মাদকসেবী যে-ই হোকনা কেন, তার কোন ছাড় নেই। তিনি উপস্থিত সকলের প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে তাঁর সর্বাত্বক সহযোগীতার আশ^াস দেন।
ওই সভায় আরো বক্তৃতা করেন, বোরহানউদ্দিন কামিল(আলিয়া)মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনসারী, উপাধ্যক্ষ আবুল হাসান মো. অলিউল্লাহ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোসলেহউদ্দিন, সাবেক ব্যাংকার আমির হোসেন পঞ্চায়েত,ব্যাংকার মনজুর মোরশেদ, দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবউল্যাহ, ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমুখ।