অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র ১৪৩১


ভোলা সদর উপজেলা চেয়ারম্যানের ইলিশা সোনাডগী খাল পরিদর্শন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৯ রাত ০৯:২৯

remove_red_eye

৮৩৪

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী খাল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোশারেফ হোসেন ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুল হোসেন বিপ্লব।

মঙ্গলবার বিকালে তারা সোনাডগী সরেজমিনে গিয়ে খালটি পরিদর্শন করেন। এ সময় নেতাকর্মীরা বলেন, আ’লীগের প্রতীক নৌকা। জেলেরা আমাদের দেশের মৎস্য খাতে ব্যাপক অবদান রাখছেন। তাদের মৎস্য শিকারে কোন প্রকার কষ্ট হবে তা আমরা মেনে নিতে পারিনা। জেলেরা সোনাডগী খাল বাঁচিয়ে রাখতে অনেক মিছিল মানববন্ধন করেছে। আমাদের তা দৃষ্টি গোচর হয়েছে। আমরা অতি দ্রæত খাল পূর্ণ খনন করতে উপজেলা প্রকল্প বাস্তায়ন কমিটিকে নির্দেশ দিয়েছি। আমরা আশাকরি অতি দ্রæতই জেলেরা তাদের নৌকা নিরাপদে রাখতে পারবে।
তাছাড়া ঐ সোনাডগী খালের চারপাশে ব্লক বসিয়ে দৃষ্টিনন্দন পার্ক হবে বলেও জানান নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাছনাঈন আহমেদ হাছান মিয়া, ইউনিয়ন সভাপতি মিয়া সিরাজ, সাধারন সম্পাদক সোরোয়ার মাষ্টার সহ ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।