অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র ১৪৩১


ভোলায় জমির সালিসি নিয়ে সংঘর্ষ ও হামলায় বিএনপি নেতা নিহত, আহত-১০।। গ্রেফতার-৪


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৪৯

remove_red_eye

১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  হামলায় সালিশদার ভেলুমিয়া ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।  এছাড়াও আরো ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) সন্ধ্যার দিকে ভোলা থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরের দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্রি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুঞ্জপট্টি মৌজায় মো. ইব্রাহীম রাঢ়ি নামের এক ব্যাক্তি ৫শতাংশ জমি কেনে। কেনার পরে পাশের জমির মালিক মো. আলম বেপারী ওই জমি দাবি করে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে গত কয়েক বছর। এ বিরোধের যের ধরে অনেকবার সংঘর্ষ-সংঘাত হয়েছে। ঈদের দিনেও উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।  মঙ্গলবার বেলা ১১টার দিকে দুইপক্ষ  জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে ভেলুমিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন হাওলাদার বাঁধা হয়ে দাঁড়ায়।  এ সময় জামাল উদ্দিনের মাথায় ও শরীরে এলোপাতাড়ি পিটিানো শুরু করলে তিনি ঢলে পড়েন। পরে তাকে বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওরফে কুট্টি ডাক্তার সাংবাদিকদের বলেন, জামাল উদ্দিন দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়েছিল। কিন্তু ইব্রাহীম রাঢ়ির ছেলে তার মাথায় প্রথম আঘাত করে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা ও বিএনপি বিক্ষোভ প্রদর্শন করেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, সংঘর্ষের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে।