অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে দিন ব্যাপী কর্মশালা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৪৪

remove_red_eye

৯১০

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মানসম্মত ও অধিকার ভিত্তিক কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবার জাবাবদিহিতা তৈরী ও দক্ষতা বৃদ্ধির লক্ষে ভোলায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অধিকার এখানে, এখনই ও নারীপক্ষ এর আয়োজনে শনিবার ভোলা জেলা পরিষদ এর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: কামাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা সিভিল সার্জেন কার্যলয় এর স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সুলাইমান। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও প্রশিক্ষন পরিচালনা করেন অধিকার এখানে এখনই প্রকল্পের সমন্বয়কারী সামিয়া আফরিন। এসময় আরো উপস্থিত ছিলেন-প্রকল্প কর্মকর্তা মাকসুদা খাতুন, তারুন্যের কন্ঠস্বর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন সহ অন্যান সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, বয়ঃসন্ধি এমন একটা পর্যায় যখন একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে। এ সময়ই মানুষের মধ্যে প্রজনন ক্ষমতা তৈরী হয়। তাই এই সময় কিশোর কিশোরীদের জন্য আলাদা যতœ নিয়ে সুরক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাই কৈশোর বান্ধব স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তার জন্য এই কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় বক্তারা আরো জানায় ,তারুন্যের প্লাটফর্ম এর মাধ্য কিশোর-কিশোরীরা স্বাচ্ছন্দ্যে তাদের সমস্যার কথা জানতে পারবেন এবং কার্যকর ও প্রয়োজনীয় সেবা পাবেন। পাশাপাশি কিশোর-কিশোরীরা সেবা প্রদান কেন্দ্রে সম্মানজনক আচরণ পাবেন। কিশোর-কিশোরীরা সেবা প্রদান পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বোধ করবেন। কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।
সকল সেবা নিতে যাওয়া কিশোর-কিশোরীদের সাথে নিরপেক্ষ আচরণ করা হবে স্বাস্থ্যসেবা প্রদানকারীগণ আন্তরিকতা ও ধৈয্যের সাথে সেবা প্রদান করবেন। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কোথায় পাওয়া যায়, তা কিশোর-কিশোরী ও তাদের অভিভাবক জানবেন। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার গুনগত মান নিশ্চিতকল্পে প্রতিটি কেন্দ্র হতে প্রাপ্ত তথ্যের সঠিক ব্যবহার করবেন।