অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে নিজ ঘর থেকে হাত-পা কাটা যুবকের লাশ উদ্ধার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:১০

remove_red_eye

৮০৪



তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে যুবকের হাত-পা কাটা লাশ নিজ ঘরের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবী মস্তিষ্ক বিকৃত যুবক নিজেকে কুপেয়ে আতœহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
থানা  পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বৌবাজার এলাকার বিপুল চন্দ্র  বর্ণিকের মস্তিষ্ক বিকৃত ছেলে প্রদীপ বর্ণিক (২৮) বসত ঘরের কক্ষে বটি দিয়ে নিজের হাতে পায়ে কুপিয়ে আত্নহত্যা করেছে। নিহতের পিতা বিপুল বর্ণিক  জানান, প্রদীপের মাথায় সমস্যা ছিল, পরিবারের সবাইকে নিয়ে অনিল বাবাজীর কির্তনে গিয়েছিল। ওখানে সমস্যা দেখা দিলে বাসায় রেখে যাই। মা শচী রানী জানান,  আমি পেসারের রোগী, বাসায় ছিলাম। প্রদীপ রুমের দরজা বন্ধ করে ঘরে থাকা বটি দিয়ে নিজেকে কুপিয়ে মারাতœক জখম করে। পরে লোকজন ডেকে মই এনে রুমের দরজা খুলে দেখি রক্তাক্ত প্রদীপ বেঁচে নেই। ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ে আংশিক ও বাম হাত স¤পূর্ণ কাটা লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছি। এলাকাবাসী জানান,ছেলেটি মানষিক বিকারগ্রস্ত রোগী, এর আগেও সে নিজেকে জখম করেছে।