অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


জনগণের প্রয়োজনে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে:এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৬

remove_red_eye

৪৫৮



লালমোহন  প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা আছেন বলেন দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যার ফলে বিশ্ব দরবারে বাংলাদেশ স্বল্প সময়ে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। যা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে।
সোমবার দুপুরে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে দুই কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ফরাজগঞ্জ লঞ্চ ঘাট থেকে আরএইচডি সড়ক পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন। এরআগে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহীন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী প্রমূখ। অপর দিকে সোমবার সকালে কর্তারহাট খেলোয়ার কল্যাণ সংস্থার আয়োজনে রমাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট"র উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধূলায়ও মনোযোগী করে তুলতে হবে, তারা যাতে নেশাদ্রব্যসহ সকল ধরণের সামাজিক অপরাধম্ক্তু থাকতে পারে। মহামারি করোনায় ঘরবন্দি হয়ে পড়েছিল শিক্ষার্থীরা, নিয়মিত খেলাধূলার আয়োজন তাদের মানসিক মনোবল বৃদ্ধি করবে
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ানে খেলোয়ার কল্যাণ  সংস্থার মাধ্যমে তরুন প্রজন্মকে খেলাধুলার ব্যবস্থা করতে হবে ও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য দাবা, টেবিল টেনিস ও ক্যারাম এবং ছেলেদের জন্য ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি হাডুডু, ভলিবলসহ দেশের ঐতিহ্যবাহি খেলাগুলোর নিয়মিত আয়োজন করতে হবে। এতে করে বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক ব্যাধি থেকে তাদেরকে মুক্ত রাখা সম্ভব হবে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, কর্তারহাট স্পোর্টিং ক্লাব ও চৌমুহনী টাইগার স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।এরপর তিনি বদরপু ইউনিয়ন ৯নং ওয়ার্ড নতুন লঞ্চঘাট সরকের ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,কর্তারহাট খেলোয়ার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাসেল মৌলভীসহ অন্যান্যরা।