অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ৭০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৩৫

remove_red_eye

৬৪০

বাংলার কণ্ঠ প্রাতবেদক \ ভোলার চরফ্যাশন উপজেলা থেকে ২০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেনু করেছে উপজেলার নির্বাহী অফিসার, মৎস্য বিভাগ ও পুলিশের একটি টিম। পরে জব্দকৃত গলদা চিংড়ি চরফ্যাশন উপজেলার বেতুয়া এলাকার নতুন ¯øইজ ঘাটের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। তবে জব্দকৃত গলদা চিংড়ির রেনুর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) রাত ৯ টার দিকে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংগøন নতুন ¯øইজ গেট এলাকা থেকে এ রেনু জব্দ করা হয়।  চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, আমরা মৎস্য বিভাগ ও পুলিশের একটি টিম নতুন ¯øইজ গেট এলাকায় অভিযান চালিয়ে ড্রাম ও পাতিল ভর্তি ২০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়। তবে এর সাথে জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, জব্দকৃত রেনুর আনুমানিক মূল্য প্রায় ৬০-৭০ লাখ টাকা। জব্দকৃত রেনু রাতেই ওই এলাকার মেঘনা নদীতে অপমুক্ত করা হয়।