অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশন পৌর নির্বাচন উপলক্ষে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:০০

remove_red_eye

৬৭৭

 

 

চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বৃহস্পতিবার সকাল ১১ টায় চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষ আইনশৃঙ্খলা সভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার  মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রুহুল আমিন, এসিল্যান্ড রিপন কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম, চরফ্যাশন  থানা অফিসার  মোঃ মনিরুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম ভিপি,  মেয়র,  সংরক্ষিত আসনের কাউন্সিলর, ও সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীগন উপস্থিত ছিলেন।

এসময়  মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীগন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং নির্বাচনী এলাকা বিভিন্ন বিষয় সমুহ সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।  জেলা প্রশাসক নির্বাচনী আচরণবিধি, সর্বোচ্চ আইন শৃংখলা মোতায়েন, ১৭ টি  কেন্দ্রে ১৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা বলেন, তিনি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। শৃঙ্খলা রক্ষার্থে প্রার্থীগণকে দায়িত্ব  নেয়ার নির্দেশ প্রদান করেন, নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত শব্দ দূষণ গান আওয়াজ না করার জন্য নির্দেশনা, সা¤প্রদায়ীক বক্তব্যকথাবার্তা আলোচনা না করার জন্য নির্দেশ প্রদান করেন এবং  ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে  ভোট কেন্দ্রে  যেন যেতে পারে তার পরিবেশ তৈরি করার জন্য নির্দেশ প্রদান করেন ।