অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত ঘর নির্মানের অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:০৩

remove_red_eye

৫৯২

লালমোহন প্রতিনিধি \ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার লালমোহনে বসত ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ফরাজগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ঘর নির্মান কাজ বন্ধ করে দেয়।অভিযোগ করে শাহেআলম বলেন, ফরাজগঞ্জ মৌজার জেএল নং: ২৩, এসএ খতিয়ান নং:২৩৫, দাগ নং: ৪০৬৭/৪০৬১/৪০৬২ দাগের জমি তার নিজের নামে দলীল রয়েছে। তবে ওই জমি একই এলাকার মো. ইউনূছ, আবুল কালাম, মাহাবুব আলম, মো. জসিম গংরা দাবী করে দখলের চেষ্টা করছেন। এঘটনায় ভোলা কোর্টে একটি মামলা দায়ের করেন শাহেআলম।  পরে কোর্ট ওই জমিতে সকল প্রকার কর্মকাÐে থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা জারী করেন। ওই জমিতে নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও মো. ইউনূছ, আবুল কালাম, মাহাবুব আলম, মো. জসিম গংরা জোরপূর্বক বসত ঘর নির্মান করার চেষ্টা করে। এসময় শাহেআলমের স্ত্রী কোহিনূর ও পূত্রবধূ রিনা বাধা দিতে গেলে তাদের মারধর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বুধবার লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন শাহেআলম। এব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই পুলিশ পাঠিয়ে ওই জমিতে সব ধরনের কর্মকাÐ বন্ধ করা হয়েছে।