অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মেঘনার ভাঙন রোধে প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি এমপি মুকুলের কৃতজ্ঞতা প্রকাশ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৩

remove_red_eye

৫৭৮

দৌলতখান প্রতিনিধি\ ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর থেকে রাধাবল্লভ হয়ে চরপাতা কাজী বাড়ির সীমানায় মেঘনার ভয়াবহ ভাঙন রোধে অবশেষে ৫২২ কোটি টাকার সিসি বøক দিয়ে তীর সংরক্ষন প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদন হয়েছে। এবিষয়ে দুপুরে এমপি মুকুল নিজের ফেসবুক আইডিতে উচ্ছ¡াস প্রকাশ করে একটি স্ট্যাটাস প্রদান করেন। এমপি মুকুল ফেজবুকে লিখেছেন, আজ আমার স্বপ্ন স্বার্থক হয়েছে। দৌলতখান উপজেলার ভবানীপুর থেকে চকিঘাট হয়ে চরপাতার কাজী বাড়ি পর্যন্ত ও হাকিমুউদ্দিন বাজার রক্ষাসহ  ৫২২ কোটি টাকার সিসি বøকের প্রকল্প অনুমোদিত হয়েছে। আমি প্রথমেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া প্রকাশ করছি। যিনি সকল প্রশংসার মালিক। আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে বিশ^ মানবতার মা,  ১৬ কোটি বাঙালির অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ৬৯এর গণ-আন্দোলনের মহা নায়ক, সাবেক সফল বানিজ্যমন্ত্রী আমার অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের প্রতি। যিনি নেপথ্যে থেকে তাকে অনেক সহযোগীতা করেছেন প্রকল্প অনুমোদনের জন্য। রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আল্লাহ তাকে দীর্ঘজীবি করুক। এদিকে এ খবর এলাকায় পৌঁছলে রাতে উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় শতশত মানুষ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবীনবু,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, পৌর আওয়ামীলীগ সম্পাদক আলমগীর হোসেন সহ আরও অনেকে। পরে একে অপরের মধ্যে মিস্টি বিতরণ করেন। জানা যায়,কয়েক বছর ধরে মেঘনার ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়ে স্থানীয়রা। অনেকে ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়। অসংখ্য ঘরবাড়ি মেঘনায় বিলীন হয়। এ অবস্থায় প্রকল্প অনুমোদন হওয়ায় এমপি আলী আজম মুকুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এমপি মুকুল জানান, তার নির্বাচনকালীন সময়ে নদী ভাঙন রোধ করার প্রæতিশ্রুতি ছিল। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুখেও ছিল একই কথা। এদিকে পৌর আওয়ামীলীগ সম্পাদক আলমগীর হোসন, নদী ভাঙন রোধে এমন প্রকল্প অনুমোদনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলমগীর জানান, এমন সংবাদে আনন্দ মিছিল করার পাশাপাশি মিস্টিও বিতরণ করা হয়।