অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে রাজ মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৩৯

remove_red_eye

৪৬৬

লালমোহন  প্রতিনিধি  \ ভোলার লালমোহনে গলায় গামছা পেচিয়ে মো. জাকির হোসেন (২৬) নামের এক রাজ মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধুগো বাড়িতে এ ঘটনা ঘটে। জাকির ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ রাজ মিস্ত্রি পেশার সাথে জড়িত ছিলেন।
জাকিরের ছোট ভাই সাইফুল্যাহ জানান, প্রতিদিনের মত সে রাতে খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার কোনো সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।