অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


পহলো ফাল্গুনে লালমোহনে পুলিশের মিলন মেলা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:১২

remove_red_eye

৬৬৪



মো: জসিম জনি, লালমোহন : পহেলা ফাল্গুনে মিলনমেলা বসেছে লালমোহন থানায়। জনগণের সেবা ও কর্তব্য পালনের পাশাপাশি পরিবার নিয়ে আনন্দ করতে একদিনের জন্য উৎসবে মেতে ওঠে সকল পুলিশ সদস্যরা। ফাল্গুনের প্রথম দিন রোববার রাতে লালমোহন থানা কম্পাউন্ডে এ মিলন মেলায় নাচে গানে মাতিয়ে তোলে পুলিশ অফিসার থেকে শুরু করে কনস্টেবল ও পরিবারের সদস্যরা। দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার।
মাথায় ফুলের মুকুট, বাসন্তী রঙের শাড়িতে অনুষ্ঠানস্থলে এসেছে পুলিশ সদস্যদের পরিবার ও মহিলা পুলিশরা। হলুদের ছোঁয়ায় সেজেছে পুরুষ অফিসাররাও। ফুলে ফুলে সেজে অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।   
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রভিশনাল সহকারী পুলিশ সুপার দেবজিৎ পাল। এসময় ওসি (তদন্ত) হুমায়ুন কবীর, এসআই শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লালমোহন থানার সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।