অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় নব উত্তরণ সমিতিকে নিবন্ধন সনদ প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৩৮

remove_red_eye

৫৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্বেচ্ছায় আত্মসমর্পনকারী মাদক আসক্তদের নিরাময় কেন্দ্রে পাঠানো ও পুনর্বাসনের জন্য গঠিত নব উত্তরণ সমতিকে নিবন্ধন সনদ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এর মধ্যে জেলায় ১৭২ জনকে পুনর্বাসিত করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার সরকার মোঃ কায়সারের হাতে রোববার নিবন্ধন সনদ তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নব উত্তরণ সমিতির সভাপতি ও ভোলা প্রেসক্লাব সভাপতি,দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) সাফীন মাহমুদ। পরে পুলিশ সুপার ওই সনদ সংগঠনের সভাপতির হাতে তুলে দেন। পুলিশ সুপারের উদ্যোগে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নব উত্তরণ সমিতি গঠিত হয়। মাদক থেকে ফিরে আসা ১৭২ জনের মধ্যে কাউকে সেলাই মেশিন, কাউকে রিকশা, কাউকে ছাগল কিনে দেয়া হচ্ছে। আতœসর্মপনকারীদেরকে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার সহায়তাও প্রদান করা হচ্ছে। এদের কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিংও করা হয় বলেও জানান পুলিশ সুপার। ভোলা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ জেলা ব্যাপী নানা উদ্যোগ নিয়েছে। নব উত্তরণ সমিতি এমন উদ্যোগের অংশ বলে জানান এম হাবিবুর রহমান। সফল কার্যক্রমের জন্য সংঠনকে সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধনভুক্ত করা হয় বলে জানান সমাজসেবা অধিদপ্তরের ডিডি নজরুল ইসলাম।