অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বড় ভাইয়ের পিটুনীতে ছোট ভাই হাসপাতালে


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:১৭

remove_red_eye

৭৮৪



 দৌলতখান প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে পঞ্চাশোর্ধ্ব রফিকুল ইসলাম হাওলাদারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই আবু তাহের আনসারের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম হাওলাদার বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত রফিকুল ইসলাম হাওলাদারকে প্রথমে দৌলতখান হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
রফিকুল ইসলাম হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আপন বড় ভাই আবু তাহের আনসারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। শনিবার ওই জমিতে সিমানা নির্ধারণ করতে যাই। এ সময় তার ওপর লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা করে বড় ভাই আবু তাহের আনসার ও তার ছেলে নুরউদ্দিন এবং ছোট ভাই বাবলু। পরে প্রতিবেশীরা উদ্ধার তাকে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান।
অন্যদিকে আবু তাহের আনসার জানান, বিরোধীয় জমিতে সিমানার পিলার নির্ধারণ করতে গেলে আমি ছোট ভাই রফিকুল ইসলাম হাওলাদার নিষেধ করি। নিষেধ করায় উল্ডো রফিকুল ইসলাম তাকে মারধর করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন হলে তিনি দাবী করেন।  
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।