অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী যুবকের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:১৫

remove_red_eye

৫৯৯


লালমোহন  প্রতিনিধি :এক সপ্তাহ আগে ওমান থেকে বাড়িতে ফিরেছেন প্রবাসী যুবক খোকন। স্ত্রী সন্তানদের নিয়ে কিছু দিনের জন্য আনন্দে কাটাবেন। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকনের স্বপ্ন শেষ হয়ে গেছে। রবিবার ভোরে বাড়িতে পানির মর্টার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খোকনের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার গ্রামে। ওই গ্রামের সমেদ বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে খোকন। দুই সন্তানের জনক সে।
ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) যুবলীগের আহবায়ক বাবুল হাওলাদার জানান, খোকন তার বাড়ির ছেলে। সে ওমান থাকতো। এক সপ্তাহ আগে বাড়িতে ফিরেছে। রোববার সকালে মর্টার মেরামত করতে গেলে তার মৃত্যু হয়।  
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকনের মৃত্যুর সংবাদ পেয়েছেন। তবে কেউ কোন অভিযোগ করেনি।