অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় সোনালী ব্যাংকের সামনে থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিলো দুর্বৃত্তরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৯ রাত ০৯:৩৪

remove_red_eye

১১৭৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার সোনালী ব্যাংকের সমানে থেকে অভিনব কায়দায় দুর্বৃত্তারা এক ব্যাক্তির কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে বাপ্তা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আবিদুল হক ভুঁইয়া ভোলা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ৫ লাখ টাকা তুলে ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন।

বাপ্তা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আবিদুল হক ভুঁইয়া জানান, তিনি সকালে অফিসের জন্য ৫ লাখ টাকা সোনালী ব্যাংক থেকে তুলে তা ব্যাগে নিয়ে মটর সাইকেলের সাথে ঝুলিয়ে রওনা দেয়ার সময় ব্যাংকের সামনে অজ্ঞাত দুই লোক তার পকেট থেকে কিছু টাকা পড়ে গেছে বললে তিনি দেখেন নিচে ১০ টাকা, ২০ টাকার কিছু নোট পড়ে আছে। ওই টাকা তুলতে গেলে ওই ফাঁকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। ছিনতাইকারীর ওই চক্র আগ থেকেই ব্যাংকের ভিতর ওৎপেতে ছিল। গ্রামীণ ব্যাংক ম্যানেজার টাকা নিয়ে বেড় হওয়ার সময় ওই চক্রও বের হয়। ওরাই কিছু টাকা ছিটিয়ে দিয়ে ব্যাংক ম্যানেজারকে বিভ্রান্ত করেন। সিসিটিভি’র ভিডিও ফুটেজে ছিনতাইকারীদের চিহ্নিত করে ধারার চেস্টা করা হচ্ছে বলে জানান, ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( চলতি দায়িত্ব) রিপন কুমার সাহা জানান।