অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার শিবপুরে উপ নির্বাচনে মেম্বার প্রার্থীর পোস্টার ছিড়ার অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৪২

remove_red_eye

৯৭৫

জসিম রানা : আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচন। ওই নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর পোস্টার ছেড়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে টিউবওয়েল প্রতিক নিয়ে প্রার্থী হয়েছেন শিবপুর ৮নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে মোঃ আমির খসরু। বর্তমানে নির্বাচনী মাঠে আমির খসরুর জনসমর্থন দেখে মাথা নষ্ট হয়ে গেছে তার প্রতিদন্ধী প্রার্থী তালাচাবি প্রতিকের মাইনউদ্দিনের। বিগত দিনে মাইনউদ্দিন আমির খসরুকে নির্বাচনী মাঠ থেকে তাড়ানোর জন্য বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। মাইনউদ্দিন কোন ভাবেই খসরুকে মাঠ ছাড়া করতে না পেরে গত ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল নিয়ম-কানুন ভঙ্গ করে ৮নং ওয়ার্ডে একটি ট্রাক নিয়ে প্রবেশ করে। এ সময় সে ট্রাকে কিছু সংখ্যক বহিরাগত পালিত ক্যাডার বাহিনী ভর্তি করে তাদেরকে দিয়ে ৮নং ওয়ার্ডে আমির খসরুর টিউবওয়েল প্রতিকের পোস্টার ও অন্য প্রার্থী মোঃ ছাদেকের মোরগ প্রতিকের লাগানো পোস্টার ছিড়েফেলে। এলাকা সূত্রে আরো জনাগেছে, বর্তমানে আমির খসরুর নির্বাচনী প্রচার-প্রচারণা ও পোস্টার লাগানো কাজে বাঁধা প্রদান অব্যাহত রেখেছে প্রতিদন্ধী প্রার্থী মাইনউদ্দিনের পালিত ক্যাডার বাহিনী। এমতাবস্থায় চরম আতঙ্কের মধ্যে নির্বাচনী মাঠে দিন কাটাচ্ছে টিউবওয়েল মার্কা প্রার্থী আমির খসরু ও মোরগ মার্কার মোঃ ছাদেক। তারা ১৪ তারিখের নির্বাচনটি সুষ্ট ও নিরপেক্ষ ভবে অনুষ্টিত করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে অনুরোধ জানান। উল্লেখ্য এ আসনে বিগত দিনে মেম্বার ছিলেন বর্তমান প্রার্থী আমির খসরুর বাবা আবুল কালাম। সে কিছুদিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ব্যাপারে অভিযুক্ত প্রার্থী মাইনউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে সে অভিযোগ অস্বীকার করে।