অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে প্রতিবন্ধিকে গরম পানিতে ঝলসে দিয়েছে হোটেল মালিক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৩৩

remove_red_eye

৬০৪

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে সুমন নামের এক প্রতিবন্ধিকে গরম পানি মেরে ঝলসে দিয়েছে জনতা হোটেলের মালিক ও কর্মচারীরা। মঙ্গলবার (৯ ফেব্রæয়ারী) রাতে  লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ে অবস্থিত জনতা হোটেলে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়দের সহযোগিতায় সুমনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সুমনের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিতে বলেন। আর্থিক অভাবের কারণে আহত সুমনকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না স্বজনরা। পরে বিষয়টি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ও লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদের নজরে আসলে তারা সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে রাতে আহত সুমনের ভাই ছানাউল্যাহ বাদী লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। এরপর হোটেল মালিক নেছারসহ দুইজনকে আটক করে পুলিশ। পরে বুধবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ।
জানা যায়, সুমন ওরফে নোমান ঘটনার সময় চৌরাস্তার মোড় জনতা হোটেলে পানি পান করার জন্য আসে। এসময় রাগের বসে হোটেল মালিক ও কর্মচারীরা মিলে তাকে গরম পানি মারে। পরে প্রতিবন্ধী সুমনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সুমন উপজেলার চরভ‚তা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জনতা বাজার এলাকার বার¤œ হাওলাদার বাড়ির কাউছার আহাম্মদের ছেলে। তার ডান হাত ও ডান পা অচল। তারপরও সে ভিক্ষা করে না। সে হেঁটে হেঁটে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করে।
সুমনের মা রহিমা বেগম বলেন, আমরা আর্থিকভাবে অস্বচ্ছল। তাই ছেলেকে চিকিৎসা করাতে পারছি না। পুলিশ সুমনকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছেন। তবে সেখানে কত টাকা লাগে তা জানা নেই। আমি সকলের সহযোগিতা কামনা করছি।