অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে শিক্ষকদের অনলাইন পাঠদানে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৩

remove_red_eye

৫৫৪



হাসনাইন আহমেদ মুন্না  :  জেলার চরফ্যাসন উপজেলায় আজ কোভিড-১৯ কালীন সময়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনভিত্তিক পাঠদানের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মোট ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১২ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। আগামী বুধবার পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন। বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান মো: ছাদেক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন। জাইকার অর্থায়নে প্রত্যেক বিদ্যালয় থেকে ১ জন প্রধান শিক্ষক ও ১ জন আইসিটি শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন। প্রথম দিন ৩৮ জন, দ্বিতীয় দিন ৩৮ জন ও তৃতীয় দিন ৩৬ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেয়ার সুজোগ পাবেন।