অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে খাবারে নেশা মিশিয়ে সিঁধকেটে চুরি


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৭

remove_red_eye

৫৯৫


 
৪ জন  হাসপাতালে ভর্তি
 
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের চাপড়ী গ্রামে রবিবার দিবাগত রাতে খাবারে নেশা জাতিয় দ্রব্য মিশিয়ে সিঁধকেটে ঘরে ডুকে স্বর্ণালংকার ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। নেশা মেশানো খাবার খেয়ে অসুস্থ্য ৪ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, সোনাপুর চাপড়ী আলিম মাদ্রাসা পাশে কবিরাজ বাড়ীর ইমরানের বাসার লোকজন মেয়ের বিবাহ বার্ষিকী শেষে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে প্রতিবেশীরা ঘরে চুরি হওয়ার বিষয়টি টের পেয়ে অচেতন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তিরা হলো মোঃ ইমরান (৪২), ইকরাম (২৩),সুমাইয়া (১৯), ইকরাম (১২)। ইমরানের ভাই কামরুল জানান, নগদ ২০ হাজার টাকা,স্বর্ণালংকার ও মালামাল নিয়ে যায়। থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।