অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনের কুকরীতে জেলেদের নিয়ে মতবিনিময় সভা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৫

remove_red_eye

৫৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় গ্রমীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন পেইচ প্রকল্পের আওতায় মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উপক‚লীয় জেলে স¤প্রদায়ের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের জেলেদের নিয়ে মতবিনিয়ম সভা কুকরী-মুকরী ইউনিয়নের মনোরা বাজারে অনুষ্ঠিত হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুকরী-মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম মহাজন। আরও বক্তব্য রাখেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন।

এর আগে মনোরা বাজারে জেলেদের জন্য একটি মৎস্য অবতরণ কেন্দ্র, বিশ্রামাঘার একটি নিরাপদ পানির জন্য গভীর নলক‚প উদ্ভোধন করা হয়। এরপর সাধারণ জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট ও কিট বক্স বিতরণ করা হয়।