অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস পুকুরে,আহত ২৫


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৬

remove_red_eye

৬৩০



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে যাত্রী নিয়ে জুয়েল নাজমুল পরিবহন নামে একটি বাস রাস্তার পাশে পুকুরে পড়ে গিয়ে ২৫ জন যাত্রী আহত হয়েছে। এসময় স্থানীয়রা ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে মমতাজ বেগম, সুর্বনা, সবিতা রানী দাস ও মাইনুর, মোঃ রাকিব, অভি হাওলাদার, মোঃ রাছেলের নাম পাওয়া গেছে। বাকীদের নাম পাওয়া যায়নি।
 স্থানীয়রা জানান,  রবিবার বিকেলে সাড়ে ৫ টার দিকে ভোলা থেকে চরফ্যাশন গামী যাত্রীবাহী ওই বসটি যাত্রী নিয়ে আসছিল। বোরহানউদ্দিন উপজেলার হেলিপ্যাড এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা দ্রæত আহত যাত্রীদের উদ্ধার করে ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহারুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।