অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে এসিড নিক্ষেপের ঘটনা সাজানোর অভিযোগ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫০

remove_red_eye

৬৪৬



সাংবাদিক সম্মেলনে  তোতা পরিবারের দাবি


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপের ঘটনাকে ইউপি নির্বাচন সামনে রেখে সাজানো নাটক বলে দাবি করেছেন  অভিযুক্ত বেলায়েত হোসেন তোতা’র বোন মোসাঃ সুখীসহ পরিবারের সদস্যরা ।
 রোববার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য অভিযোগ করা হয়, চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার হওয়ার ঘোষনা দিয়ে গণসংযোগসহ নানা সামাজিক কর্মকান্ডে জড়িত হন বেলায়েত হোসেন তোতা। তোতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক ও ক্ষুদ্র ব্যবসায়ী । তোতার নির্বাচন করার ঘোষনায় বাধা হয়ে দাঁড়ান  অপর সম্ভাব্য মেম্বার প্রার্থী খালেক সিকদার। নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রথমে এক লাখ টাকা দেয়ার প্রলভন দেয়া হয় তোতাকে। ওই প্রস্তাব না মানায় হুমকী ধাকমী ও মামলায় জড়ানোর ভয় দেখানো হয়। এর আগেও এলাকার মিনাবাজারে ব্যবসায়ীদের বিরোধে অন্যদের সঙ্গে তোতাকেও বিবাদী করেন খালেক সিকদার গ্রæপ। এই সব ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ৫ ফের্রুয়ারি) রাত ৮টায় নিজ মেয়ের গালে দগ্ধজাত কিছু লাগিয়ে এসিড নিক্ষেপের ঘটনা সাজানো হয়। ওই মামলায় তোতা ও তোতার বন্ধুকে আসামী করা হয়। খালেক সিকদারের মেয়ে সালমা আক্তার মুন্নি বিবাহিত । বর্তমানে পড়া লেখা না করলেও তাকে কলেজ ছাত্রী বলা হয় । খালেক সিকদারের সঙ্গে তোতা’র পরিবারের জমি নিয়ে কোন বিরোধ না থাকলেও  এসিড নিক্ষেপের মামলায় জমির বিরোধের কথা বলা হয়েছে। ইনজেকশন সিরিন্স দিয়ে এসিড ছোড়া হয় বলেও উল্লেখ করেন। সাজানো এই এসিড নিক্ষেপের ঘটনার প্রকৃত তদন্ত করার দাবি জানান তোতার বৃদ্ধা মা মোর্শেদা বেগম।