অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে স্কুল কক্ষে থেকে সরকারি ত্রান উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৮

remove_red_eye

৫৫৩




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনে প্রাইমারী স্কুলের কক্ষে লুকিয় রাখা প্রধানমন্ত্রীর বিশেষ ত্রান সহয়তার ৩২ প্যাকেট ও চার বস্তা ( দুইশ পিচ) শীতের কম্বল উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম রবিবার তদন্ত শুরু করেছে । ত্রানের ওই সব মালামাল ইউনিয়ন পরিষদে না রেখে কেন স্কুল কক্ষে রাখা হয়েছে এ নিয়ে কৈফিয়ত তলা করা হয়েছে চাচড়া  ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানকে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, খবর পেয়ে শনিবার ওই সব মালামাল স্কুল কক্ষ থেকে উদ্ধার করে তার দফতরে নিয়ে আসা হয়। কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যেও তদন্ত টিম গঠন করা হয়। একদিন আগেই ওই সব মালামাল ইউনিয়নের জনগনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট বিতরণ করা হয়ে ছিল। ইউপি চেয়ারম্যান অবশ্য জানান, পরিবহন যান না পাওয়ায়, তাৎক্ষনিক ওই সব মালামাল মধ্য চাচড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়।  ওই স্কুলের পাশেই সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহেরের বাড়ি হওয়ায় তারা বিষয়টিকে অন্যখাতে প্রবাহিত করতে পুলিশ ও উপজেলা নির্বাহীকে অবহিত করেন। চুরি বা আত্মসাতের কোন ঘটনা ছিল না। ওই স্কুলে রাখার বিষয়টি আগেই উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে রাখা হয়ে ছিল বলেও দাবি করেন বর্তমান ইউপি চেয়ারম্যান । ওসি এনায়েত হোসেন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে তারা ওই স্কুলে অভিযান চালিয়ে সরকারি ত্রানের মালামাল  জব্ধ করেন।