অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৩৩

remove_red_eye

৮৫৭



আকতারুল ইসলাম আকাশ : ভোলায় পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনের সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে। যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারি দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।জেলা পুলিশ ক্রিকেট  টুর্নামেন্টে এ দল, বি দল, সি দল ও ডি দল অংশগ্রহন করে।এসময় ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা ডিআই ও-১ আরওআই, রিজার্ভ অফিস, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।