অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিনের উপর হামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:৫৫

remove_red_eye

৫৮৬


বিশেষ প্রতিনিধি : ভোলা চরফ্যাশনে পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সালাউদ্দিনকে রাস্তায় ফেলে বেদম পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে অপর কাউন্সিলর প্রার্থী কাজী মনির ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বের হয়ে  প্রেসক্লাব এলাকা অতিক্রম করার সময় মনিরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে। তাকে রাস্তার উপর ফেলে উপোর্যুপরি আঘাত করতে থাকে। এক পর্যায়ে মৃত ভেবে ফেলে রাখে। এ সময় খবর পেয়ে ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সামু  ছুটে এসে সালাউদ্দিনকে উদ্ধার করেন । প্রথমে উপজেলা চেয়ারমানের অফিস কক্ষে নেন। পরে হাসপাতালে  নিয়ে যাওয়া হয় সালাউদ্দিনকে। অবস্থার অবনতিতে তাকে বিকালে ভোলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে সালাউদ্দিনের স্ত্রী আইরিন আক্তার নীলা বাদি হয়ে থানায় ও রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। ভোলা হাসপাতালে চিকিৎসাধিন মোঃ সালাউদ্দিন জানান, তাকে মেরে ফেলতে এই হামলা করে মনির কাজী। সালাউদ্দিন পৌর যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান। কাজী মনিরের দাবি তিনি বা তার কোন কর্মী সালাউদ্দিনের উপর হামলা করেন নি।