অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষন উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:৩৭

remove_red_eye

৪৪৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সকল পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসার প্রধান,সহ প্রধান ও সকল সহকারি শিক্ষকদের  শিক্ষক বাতায়নে শতভাগ অন্তর্ভুক্তির লক্ষে ১৫ দিন ব্যাপি প্রশিক্ষন শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১:০০ টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ওখঈ ল্যাবে এ প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের তাৎপর্য তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল,লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন,লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হাই, আশ্রাফ নগড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিন, চতলা হাসেমিয়া মজিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম হাওলাদার সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধান ও সহকারি প্রধান শিক্ষকবৃন্দ। সভায় ইউ এন ও আল নোমান প্রশিক্ষনের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষকদের প্রশিক্ষনের বিকল্প নেই। শিক্ষকদের ভুমিকাই সমাজকে এগিয়ে নিতে পারে। তিনি এই প্রশিক্ষনের মাধ্যমে লালমোহন উপজেলা সেরা কন্টেন্ট নির্মাতা ও শিক্ষক  বাতায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। প্রশিক্ষনে এ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন,লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হোসনেয়ারা নাহার,নাজমুল আহসান, মশিউর রহমান,তপতি সরকার।