অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সাংবাদিক কল্যান তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১১

remove_red_eye

৫৪৬



চরফ্যাশন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে দৈনিক জাতীয় পত্রিকার সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিক কল্যান তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা ১২টায় চরফ্যাসন উপজেলা অফিসার্স ক্লাবে  কল্যাণ তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নুরুল্লাহ ভ‚ইয়ার সসঞ্চালনায় তহবিলের সাধারণ সদস্যদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সদস্য সচিব এম আমির হোসেন।

পরে বেলা সাড়ে ১২টায় অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর আয়োজিত এক পরিচিতি সভায় বক্তব্য রাখেন করেন, বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোয়েব,সমকাল প্রতিনিধি নোমান সিকদার, কালেরকন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার,ভোরের কাগজ ও বাংলার কণ্ঠ প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ। এসময় সাংবাদিক কল্যান তহবিলের নবগঠিত কমিটিতে ইয়াসিন আরাফাতকে সভাপতি,আমির হোসেন কে সাধারন  স¤পাদক এবং  দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লাকে যুগ্ম সাধারন স¤পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নির্বাহী সদস্য সহিদুল ইসলাম দুলাল, কামাল হোসেন মিয়াজি, সদস্য এম লোকমান হোসেন,এশিয়ান টেলিভিশন ভোলা দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আহমেদ,আমার সংবাদ প্রতিনিধি নোমান চৌধুরী, সেলিম রানা, বরিশাল বার্তা প্রতিনিধি মাহাবুব আপন, সত্যের সন্ধানে প্রতিনিধি নাঈম, বার্তা সময় প্রতিনিধি হাসান লিটন,বার্তা বাজার আরিফ, চরফ্যাশন নিউজ ২৪ ডট কম প্রতিবেদক সুজনসহ আরও অনেকে।