অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় উদ্বোধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:০৮

remove_red_eye

৫৬৮



 
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ইউনিয়ন পরিষদের অস্থায়া কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে এমপি মুকুল বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশের এই পরিবর্তন একেবারে কল্পনার সামিল।   
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক এড্যাভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবীনবু, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক কিশোরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউপি সদস্যগণ। এরআগে ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবীনবু এমপি আলী আজম মুকুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।