বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:২৫
১৯৬
মেয়র পদে ভোলায় ৪ চরফ্যাসনে ৫
অচিন্ত্য মজুমদার : ভোলা ও চরফ্যাসন পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার দুই পৌর সভায় মেয়র পদে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৭৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলা উদ্দিন আল মামুন জানান, ভোলায় মেয়র পদে মোট ০৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আতাউর রহমান। কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন, ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো: মঞ্জুরুল আলম ও অবিনাষ নন্দী। ২নং ওয়ার্ডে মো: মিজানুর রহমান, মো: আহসান কবির লিটন,কবির হোসেন ও রাজিব হাসান। ৩ নং ওয়ার্ডে মো: হোসেন আহম্মদ, বর্তমান কাউন্সিলর সালাহ উদ্দিন (লিংকন) ও মো: হুমায়ুন কবির সোপান। ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: শওকত হোসেন, মো: আসাদ হোসেন জুম্মান, আইয়ুব আলী, মো: ইসমাইল হোসেন, মো: আব্দুল হাই ও মো: রাসেল। ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: এরফানুর রহমান, মো: মিজানুর রহমান, বশির আহম্মদ হাওলাদার, মো: সাদ্দাম হোসেন ও মো: রকিবুল করিম। ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: ওমর ফারুক, মো: আবদুর রব,মো: ইব্রাহীম, আবদুর রহমান ও আকবর আকন।৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: শাহে আলম, ওমর খৈয়াম,মো: রুহুল আমিন, মো: আশিব মাহামুদ, মো: বেলাল উদ্দিন, মো: জাফর উল্লাহ ছোটন ও মো: তানভীর হোসেন। ৮ নং ওয়ার্ডে মো: মোশারেফ হোসেন, মো: নাছির উদ্দিন হেলাল, মো: নুরে আলম স্বপন। ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: মাইনুল ইসলাম (শামিম), আবদুল মান্নান, মো: মাইনুল ইসলাম ( নাছিম) ও জুন্নু রাইন লিপি।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন ১,২,৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর, জোছনা ইয়াছমিন ও রেহানা ফেরদৌস। ৪,৫,৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সামছুর নাহার (সনিয়া), সাবেক কাউন্সিলর সিতিকা কর্মকার ও কামরুন নাহার। ৭,৮,৯ ওয়ার্ডে সামছুন্নাহার বেগম, আমেনা বেগম ও রাজিয়া সুলতানা। এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৯ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ২৪৫ জন। ভোলা পৌরসভায় মোট ২০টি ভোট কেন্দ্রে ১২২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অপরদিকে চরফ্যাসন পৌর সভায় মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এস.এম মোশেদ, বিএনপির হুমায়ুন কবির সিকদার, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মো: ইউসুফ, জাতীয় পার্টির এটি এম মাসুদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মীর মো: শরীফ নিবার্চন অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চরফ্যাশনে মেয়র পদে মোট ০৫ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৩২৪ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ২৫৯ জন। চরফ্যাশন পৌরসভায় মোট ১৭টি ভোট কেন্দ্রে ৯১টি বুথে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রæয়ারি জেলার ভোলা পৌরসভা ও চরফ্যাশন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর শেষ দিন ৪ ফেব্রæয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রæয়ারি এবং প্রতিক বরাদ্ধ ১১ ফেব্রæয়ারি।
ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা
ভোলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সভা
ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ
চরফ্যাসনে সাংবাদিকদের কলম বিরতি
জনগণের খেদমতে নিজেকে উৎসর্গের ঘোষণা দিলেন ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান
চরফ্যাশনে নির্বাচন পরবর্তী হামলায় আহত-৪
ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামানকে বিভিন্ন মহলের ফুলের শুভেচ্ছা অভিনন্দন
দৌলতখানে সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ আত্নসাতের অভিযোগ
তজুমদ্দিনে আ’লীগের সম্পাদক ফজলুল হকের গাড়ি ভাংচুর
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২২ জেলের জেল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত