অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় উৎসব মুখর পরিবেশে পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:২৫

remove_red_eye

৬৬১



 মেয়র পদে ভোলায় ৪ চরফ্যাসনে ৫  

অচিন্ত্য মজুমদার :  ভোলা ও চরফ্যাসন পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার দুই পৌর সভায় মেয়র পদে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৭৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।


ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলা উদ্দিন আল মামুন জানান, ভোলায় মেয়র পদে মোট ০৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র  ও জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপির মনোনিত প্রার্থী  জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আতাউর রহমান। কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন, ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো: মঞ্জুরুল আলম ও অবিনাষ নন্দী। ২নং ওয়ার্ডে মো: মিজানুর রহমান, মো: আহসান কবির লিটন,কবির হোসেন ও রাজিব হাসান। ৩ নং ওয়ার্ডে মো: হোসেন আহম্মদ, বর্তমান কাউন্সিলর সালাহ উদ্দিন (লিংকন) ও মো: হুমায়ুন কবির সোপান। ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: শওকত হোসেন, মো: আসাদ হোসেন জুম্মান, আইয়ুব আলী, মো: ইসমাইল হোসেন, মো: আব্দুল হাই ও মো: রাসেল। ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: এরফানুর রহমান, মো: মিজানুর রহমান, বশির আহম্মদ হাওলাদার, মো: সাদ্দাম হোসেন ও মো: রকিবুল করিম। ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: ওমর ফারুক, মো: আবদুর রব,মো: ইব্রাহীম, আবদুর রহমান ও আকবর আকন।৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: শাহে আলম, ওমর খৈয়াম,মো: রুহুল আমিন, মো: আশিব মাহামুদ, মো: বেলাল উদ্দিন, মো: জাফর উল্লাহ ছোটন ও মো: তানভীর হোসেন। ৮ নং ওয়ার্ডে মো: মোশারেফ হোসেন, মো: নাছির উদ্দিন হেলাল, মো: নুরে আলম স্বপন। ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর  মো: মাইনুল ইসলাম (শামিম), আবদুল মান্নান, মো: মাইনুল ইসলাম ( নাছিম) ও  জুন্নু রাইন লিপি।


সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।  তারা হচ্ছেন ১,২,৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর, জোছনা ইয়াছমিন ও রেহানা ফেরদৌস। ৪,৫,৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সামছুর নাহার (সনিয়া), সাবেক কাউন্সিলর সিতিকা কর্মকার ও কামরুন নাহার। ৭,৮,৯ ওয়ার্ডে সামছুন্নাহার  বেগম, আমেনা   বেগম ও রাজিয়া সুলতানা। এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৯ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ২৪৫ জন।  ভোলা পৌরসভায় মোট ২০টি ভোট কেন্দ্রে ১২২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


অপরদিকে চরফ্যাসন পৌর সভায় মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এস.এম মোশেদ, বিএনপির হুমায়ুন কবির সিকদার, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মো: ইউসুফ, জাতীয় পার্টির এটি এম মাসুদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মীর মো: শরীফ নিবার্চন অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চরফ্যাশনে মেয়র পদে মোট ০৫ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৩২৪ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ২৫৯ জন। চরফ্যাশন পৌরসভায় মোট ১৭টি ভোট কেন্দ্রে ৯১টি বুথে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রæয়ারি জেলার ভোলা পৌরসভা ও চরফ্যাশন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর শেষ দিন ৪ ফেব্রæয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রæয়ারি এবং প্রতিক বরাদ্ধ ১১ ফেব্রæয়ারি।





বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ভোলার বিএনপি নেতাকর্মীরা কোরআন তেলাওয়াত দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ভোলার বিএনপি নেতাকর্মীরা কোরআন তেলাওয়াত দোয়া

ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

ভোলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উদ্যোগ বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উদ্যোগ বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক

তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা

তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যু: কাঁদছে বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যু: কাঁদছে বাংলাদেশ

৫১টি দল মনোনয়ন জমা দিয়েছে: ইসি

৫১টি দল মনোনয়ন জমা দিয়েছে: ইসি

আরও...