অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা ও মনপুরা জাতীয় কণ্যা শিশু দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:১১

remove_red_eye

৫৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আলোচনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহমাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোঃ কাওসার, অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ। জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে পরে স্বেচ্ছাসেবী মহিলাদের মধ্যে অনুদান দেয়া হয়। অপরদিকে মনপুরা থেকে মেহেদি হাসান নাহিদ জানান, মনপুরা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে জাতীয কণ্যা শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো: ফোরকান আলী হাওলাদার,মাধ্যমিক শিক্ষা অফিসার খান মো: টিপু সুলতান,প্রাথমিক শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম। মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম ফিরোজ সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল,হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,দশম শ্রেনীর ছাত্রী ফাতেমা আকতার শোভা প্রমুখ। এই সময় সাংবাদিক ছালাহউদ্দিন,মামুনসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।