অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশন হাসপাতালে দুদকের অভিযান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৯ রাত ০৯:৩৬

remove_red_eye

৯১০

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় দুর্নীতি দমন কমিশন অভিযান চালায়। (৩ডিসেম্বর) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগ থেকে দালাল শ্রেণীর দু’জন সদস্যকে আটক করে। এরা হলেন, পৌর ৫নং ওয়ার্ডের নুর মোঃ বাচ্চুর ছেলে মোঃ শাকিল (২০) ও ওসমানগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আঃ মোতালেবের ছেলে মোঃ রাসেল (২১)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে ২৯১ ধারার ১৮৬০ দন্ডবিধিতে ১০হাজার টাকা করে ২০হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, বরিশাল বিভাগের দুর্নিতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপ-সহকারি পরিচালক মোঃ আল-আমিন ও মোঃ নুরনবী।