অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশন হাসপাতালে দালাল নির্মূলে অভিযান


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২১ রাত ১০:৫৪

remove_red_eye

৬০২



চরফ্যাশন  প্রতিনিধি : স্বাস্থ্যসেবায় রোগী ধরার দালাল নির্ম‚লে অভিযান পরিচালনা হয়েছে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল নির্ম‚ল কমিটির আহŸায়ক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে  রোগীর ডাক্তারি ব্যবস্থা পত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪ দালাল আটক করা হয়।   রবিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপজেলা দালাল নির্ম‚ল কমিটির আহŸায়ক ও সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ৷ এসময় বিভিন্ন ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ইউসুফ (৩৫), রিয়াদ (২৮), রোমান (২৫), সোহেল (২৩) নামের ৪ জন দালাল কে হাতেনাতে আটক করে সাময়িক শাস্তি দিয়ে দালালি না করার শর্তে ছেড়ে দেয়া হয়৷এসময় উপজেলা দালাল নির্ম‚ল কমিটির আহŸায়কের সাথে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ শাজাহান মিয়া, সাধারণ স¤পাদক আবুল কাশেম মিলিটারি, সাংগঠনিক স¤পাদক তিতুমীর মিয়াজি, দালাল নির্ম‚ল কমিটির সদস্য সচিব মিল্লাতে এলাহী'সহ প্রায় ৮ সদস্যের একটি টিম।
জানা যায়, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর এবং বাহিরে দীর্ঘ দিন যাবত একটি চক্র সাধারণ রুগী বা অভিভাবক কে প্রথমে মায়ার জালে বন্দী করে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধের দোকান থেকে ঔষধ ক্রয় করতে বাধ্য করছে৷ এতে কমিশনের মাধ্যমে দালাল চক্রটি হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণের অর্থ৷ সাধারণ রোগী ও জনগণের এমন অভিযোগের প্রেক্ষিতে চরফ্যাশনের স্বাস্থ্য খাতকে দালাল মুক্ত রাখতে এমন কমিটি গঠন এবং অভিযান পরিচালিত হয়েছে৷ ইতিপূর্বে উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে গ্রেফতারের মাধ্যমে অর্থদÐ আদায় করে ছেড়ে দেয়া হয়।
দালাল নির্ম‚ল কমিটির আহŸায়ক ইয়াছিন আরাফাত বলেন, এসকল দালালের কারনে আজ আমরা সম্মান নিয়ে প্রকৃত পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে রুগীদের সেবা দিতে পারছি না। এখানে বেশিরভাগ দালাল ঔষধের দোকানের কিন্তু সাধারণ মানুষ গড়ে আমাদের কে খারাপ মনে করছে৷ মানসম্মানের কথা চিন্তা করে আমরা উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সিদ্ধান্তে এ উদ্যোগ গ্রহণ করেছি৷ অভিযানে যে কোন প্রতিষ্ঠানের দালাল হাসপাতালে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ আমরা আপনাদের ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আশা করছি আমরা সফল হবো। এদিকে এমন উদ্যোগ গ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দালাল নির্ম‚ল কমিটি কে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছে চরফ্যাশন উপজেলার সকল স্তরের মানুষ৷ তারা আশাবাদী এ কমিটির মাধ্যমে দালাল মুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে৷