অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার ভেলুমিয়া বাজারে আগুনে ৭ দোকান ভস্মীভূত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৫৬

remove_red_eye

৭৯৫

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে রোববার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৭টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে শর্টসার্কিট থেকে আগুন লেগে ভেলুমিয়া বাজারের মুদি,ফার্নিচার,সার,জাল,মুরগীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাত ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হলেও ব্যবসায়ীদের দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। অধিকাংশ ব্যবসায়ীদের এনজিও সংস্থাসহ বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয়ায় তারা এখন কী করে ঘুরে দাড়াবে সে চিন্তায় দিশেহারা।