অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ভারতীয় নাগরিক সহ আটক ১৫


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২১ রাত ১০:০২

remove_red_eye

৭১৫

ট্রলারসহ ৫০ মন সামুদ্রিক মাছ জব্দ

 

চরপ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী বাবুর হাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বুধবার রাতে অভিযানেকালে ভারতীয় মাছের ট্রলার ও ভারতীয় এক নাগরিকসহ ১৫ জেলেকে আটক করেছেন।


আটককৃতদের ভারতীয় নাগরিক অর্জুন দেবনাথকে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ আইচা থানায় সোপর্দ করেছেন কোস্টগার্ড।


আটককৃত ভারতীয় নাগরিক অর্জুন দেবনাথ পশ্চিমবঙ্গের বর্ধমানের দুপরাজপুর গ্রামের নারায়ন দেবনাথ ছেলে। আটককৃত অপর জেলেদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।


কোস্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান এর সত্যতা নিশ্চিত করেছেন বললেন- ভারতীয় নাগরিক অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় তাকে থানায় সোর্পদ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় জেলে,  ট্রলারসহ সামুদ্রিক মাছের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা নিবেন।