অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে কাউন্সিলর প্রার্থী সিরাজের গণসংযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২১ রাত ১১:০৭

remove_red_eye

৫১৩



 দৌলতখান প্রতিনিধি : ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচন।  ইতিমধ্যে প্রতীকও বরাদ্দ দেয়া হয়েছে কাউন্সিলর পদপ্রার্থীদের। প্রতীক বরাদ্দেরপর মঙ্গলবার ভোটারদে নিয়ে গণসংযোগ করেছেন পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী সিরাজউদ্দিন। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ওয়ার্ডের উন্নয়নের নানান প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয় প্রার্থনা করেন তিনি। সিরাজউদ্দিনের প্রতীক হলো উটপাখি।
গণসংযোগকালে সাংবাদিকদের সিরাজউদ্দিন জানান, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের দীর্ঘদিন ধরে আস্থাভাজন হিসেবে কাজ করে আসছি। দুইবার পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করে জনগণের দোরগোড়ায়, সেবা পৌঁচ্ছে দিয়েছি। এবারও ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।