অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ৮ দফা দাবিতে কর্মচারি অধিকার ফোরামের স্মারকলিপি প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:০৩

remove_red_eye

৫৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ১১-২০ গ্রেডের সরকারী কর্মচারিদের বেতন বৈষম্য নিরষন ও আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রদান করেছে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজিবী সম্মিলিত অধিকার ফোরাম।
সোমবার দুপুরে ভোলা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজিবী সম্মিলিত অধিকার ফোরাম ভোলা জেলা শাখা। সংগঠনটির বিভাগীয় যুগ্ম সম্পাদক মো:হোসেন কবির ও জেলা নাজির আবদুল মান্নানের নেতৃত্বে ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিকের মাদ্ধমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলীপি প্রদান করা হয়। এসময় ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজিবীদের সম্মিলিত অধিকার ফোরামের বিভাগিয় সম্মানিত সদস্য গোলাম সারওয়ার, জালালউদ্দিন টিটু, মো: হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলীপিতে ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারিদের জন্য পে স্কেল সংশোধন , নি¤œ বেতন ভোগীদেও সেশন ও ১০০% পেনশন সহ ৮ দফা দাবি প্রস্তাব করা হয়।
এসময় ভোলার বিভিন্ন সরকারি দপ্তরের ১১- ২০ গ্রেডের কর্মচারিরা উপস্থিত ছিলেন ।