অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে পৌর নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২১ রাত ১০:২৩

remove_red_eye

৬৭০


দৌলতখান প্রতিনিধি : আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বেলা ১১টায় দৌলতখান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বিশেষ আইনশৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন আল মামুন,দৌলতখান থানার ওসি মো: বজলার রহমান, বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী মো: জাকির হোসেন তালুকদার, বিএনপির সমর্থিত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন কাকন, কাউন্সিলর প্রার্থী মাকসুদুর রহমান বাহার, মো: জাকির হোসেন, মো: হাসান মাহমুদ।


সভায় প্রশাসনের কাছে সকল প্রার্থীরা তাদের সমস্যা তুলে ধরে সুষ্ঠু  নির্বাচনের দাবী জানান। একই সাথে প্রার্থীরা প্রচারণায় বাঁধা, হামলা, ভাঙচুর,সমর্থকদের মারধরের  অভিযোগ তুলে ধরেন।
এসময় কর্মকর্তারা নিরাপত্তা দেয়াসহ সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রদান করেন । বিএনপির মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন কাকন প্রচারণায় বাঁধা দেয়ার আভিয়োগ তুলে ধরে সুষ্ঠ নির্বাচন ও প্রচার-প্রচারনা চালানোর জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন। সকল প্রার্থীদের অভিযোগ শুনে প্রশাসনের কর্মকর্তারা নির্ভয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করে তাদের সকল ধরনের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রæতি দেন।