অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানের মেঘনায় কম্বিং অপারেশন নিষিদ্ধ বেড় জালসহ ট্রলার আটক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২১ রাত ০৯:০৫

remove_red_eye

৫৯১



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ বৃহস্পতিবার মেঘনা নদীতে কম্বিং অপারেশন চালিয়ে দেড় হাজার মিটার নিষিদ্ধ বেড়জাল ও একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করেছে। মধ্য মেঘনার হাজিপুর চরের দক্ষিণ সীমানা থেকে নিষিদ্ধ জাল ও ট্রলারটি আটক করা হয়। পরে জালগুলো বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুবোধ চন্দ্র ঢালী, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন।