অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরার অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ ৩ জন আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২১ রাত ১০:২৬

remove_red_eye

৬১১





এক লক্ষ টাকা  জরিমানা

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ তিন জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার। সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম মিঞা আটককৃতদের এক লক্ষ টাকা জরিমানা করে। আটকৃতরা হলেন, মোঃ হিরন (৫০), মোঃ মাইনুদ্দিন (২৫), ও মোঃ শরীফ (২৯)। এদের সবার বাড়ি ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, সোমবার রাতে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।