অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৬৬৯

অচিন্ত্য মজুমসদার:  ভোলার চরফ্যাশন উপজেলায় অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মো: এরশাদ আলী (৫২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।  আজ সোমবার দুপুরে চরফ্যাশন-দক্ষিন আইচা সড়কের কাসেমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক উপজেলার দক্ষিণ এওয়াজপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এতে আহত হয়েছেন আরো চারজন। তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, এরশাদসহ চারজন দুপুর ৩ টার দিকে কাসেমগঞ্জ বাজার থেকে অটোরিকশায় করে চরফ্যাশনের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ট্রলিসহ এর চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি